শাপলা আক্তারঃ
২৩ মে (সোমবার )নেত্রকোনা জেলার সদর উপজেলার,১০নং রৌহা ইউনিয়ন চেয়ারম্যান, জনাব মো আবদুর রশিদ এর সাথে পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালীকরণ ও গুনগতমান উন্নয়নের লক্ষ্যে সিরাক-বাংলাদেশ এর সহকারী প্রোগ্রাম অফিসার মো শফিউল্লাহ লিমন ‘Strengthening Family Planning Through Advocacy’ প্রজেক্টের সার্বিক বিষয় এবং কাজের কৌশল, ধরন ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান উক্ত প্রকল্পের কাজের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জেনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তিনি ইউনিয়ন পরিষদের বাজেটে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরে স্বাস্থ্য খাত থেকে পরিবার পরিকল্পনা খাতকে পৃথক করে ন্যূনতম ২০% বাজেট বরাদ্দকরণের প্রতিশ্রুতি দেন।
নেত্রকোনা সদর উপজেলার, রৌহা ইউনিয়ন চেয়ারম্যান এর সাথে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা
Date:
Share post: