শাপলা আক্তারঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে নিরীহ মানুষের ব্যাপক প্রাণহানির বিরুদ্ধে ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলার উদ্যোগে বিকাল ৫ ঘটিকায় পাটগুদাম র্যালীর মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু’র সভাপতিত্বে সমাবেশে পরিচালিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অব্যাহত সীমাহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। ইউক্রেনযুদ্ধের ফলে এ মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে সাম্রাজ্যবাদ ও তাদের দালালরা আরো বেপরোয়া ও তীব্রতর লুটপাট করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, আজ বিশ্ব জনগণের ঘাড়ে যেমন যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে তেমনি জীবন-জীবিকার অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে চলছে। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছর ব্যাপী অগ্নিমুল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন আজ অনিশ্চিত। এছাড়াও নানা অজুহাতে ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সকল ধরণের জ্বালানরি দাম বৃদ্ধি করায় জাতীয় ও জনজীবনের সংকট আরো গভীর হচ্ছে। এর বেপরোয়া লুটপাটের বিরুদ্ধের দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকল সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন এনডিএফ’ র জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, সহ- সভাপতি হযরত আলী এবং জাতীয় ছাত্রদলের জেলা আহবায়ক সুমাইয়া আক্তার। সমাবেশটি পরিচালনা করেন এনডিএফ’র সহ- সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।