কে. এম. সাখাওয়াত হোসেন : নিখোঁজের পরদিন নেতাই নদী থেকে হাসেম মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ মে) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে।
হাসেম মিয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেব আলীর ছেলে। পারিবারের দাবী তিনি মৃগী রোগী ছিলেন। ২৪ ঘন্টা আগে গত শনিবার বেলা ১১টার দিকে নেতাই নদীর তীরবর্তী চরে পাট শাক তোলার সময় নিখোঁজ হন ওই যুবক।
জানা যায়, উজান থেকে নেমে আস পাাহড়ি ঢলে নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে এর তীরবর্তী চর এলাকা কোমর পানি পর্যন্ত বিরাজমান। এ অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে হাসেম মিয়া বাড়ির কাছে ডুবে যাওয়া নদীর চরে পাট শাক তুলতে থাকেন। কিছুক্ষণ পরে স্থানীয় এক কিশোর ওই স্থানে হাসেম মিয়াকে দেখতে না পেয়ে নিহতের পারিবারের লোকজনদের খবর দেন।
পরিবার ও স্থানীয় লোকজন ওই স্থানে হাসেমের সন্ধানে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান। দুর্গাপুর ফায়ার স্টেশন ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। রবিবার সকালে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলের দুই ঘন্টার চেষ্টায় বেলা ১১টার দিকে যুবককে নেতাই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন ডুবুরি দলটি।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।