সাইফুল আরিফ জুয়েল : নেত্রকোনার মোহনগঞ্জে রাফাত নামে দশম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ফরিদ মিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী রাফাত মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে। সে শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আর অভিযুক্ত ফরিদ (৩০) একই এলাকার আজিদ মিয়ার ছেলে।
অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী রাফাতের বাবা কামাল মিয়া জানায়, দ্ইু-তিন আগে ফরিদের ছেলের সাথে লাটিম খেলা নিয়ে রাফাতের ঝগড়া হয়। এ ঘটনায় ফরিদ স্কুল থেকে রাফাতকে ধরে নিয়ে গিয়ে তার বাসায় আটকে রেখে মারধর করে। তারা বাসা স্কুলের পাশেই। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চেষ্টা করেও অভিযুক্ত ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান বলেন, স্কুলের পাশেই ফরিদের দোকান রয়েছে। ঘটনার পর ফরিদকে কিজ্ঞাসা করলে রাফাতকে স্কুল থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ফরিদ অস্বীকার করেছে। তবে সামান্য মারধর করার বিষয়টি ফরিদ স্বীকার করেছে। যদি স্কুল থেকে ধরে নিয়ে যাওয়ার প্রমাণ পাই তবে বিদ্যালয়ের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
মোহনগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ দিয়েছেন। বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে।