কে. এম. সাখাওয়াত হোসেন : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ মেহের আলী’র ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মরহুমের স্বরণে বিভিন্ন কর্মসূচী পালন করে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ মে) দিনব্যাপী নেত্রকোনার তেরি বাজারস্থ সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ে আলোচনা সভা, দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুমের স্মরণে বিকেল বেলায় সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সেক্টর কমান্ডারস ফোরামে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা শামসুজ্জোহা চৌধুরী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক ও লেখক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাডভোকেট সিতাশু বিকাশ আচার্য্য, অধ্যাপক ননী গোপাল সরকার ও মানিক রায়, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ. রহিমসহ আরো অনেকে।
এছাড়াও এতে জেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে সকাল বেলায় সেক্টর ফোরামের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। আলোচনা সভা শেষে আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় ছিল প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সদসরা।