দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মারুফ হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ হাসান ওই এলাকার ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলামের ছোট ছেলে। নিহত মারুফ সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পাশ করেছে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির সামনে ফ্যান দিয়ে ধান উড়ানোর কাজের জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পড়ে মারুফ। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিকেলে লক্ষীপুর মাদরাসা মাঠে জনাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী মৃতু্যর সত্যতা নিশ্চিত করেন।