কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ক্ষেতের শাক-সবজি চুরি করার প্রতিবাদ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন চারজন। গত রবিবার ইফতারে আগে দোকানপাটের হামলার কারণে সোমবার (৪ মার্চ) সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে উপজেলার উদয়পুর বাজারের ব্যবসায়ীরা।
আহত ব্যবসায়িরা হলেন- চাঁন মিয়া (৪৫), মনিরুল ইসলাম (২৩), আরিফুল (১৫) ও সাকিম মিয়া (১৮)। তারা সকলে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভূক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সুরুজ উদ্দিন (বাচ্চু) উদয়পুর বাজারে চা ও ইফতার বিক্রেতা। বাজার সংলগ্ন তাদের বসতবাড়ি। বাচ্চু তার বসতবাড়ির পাশে বেগুনসহ বিভিন্ন শাক-সবজির চাষ করেছেন। প্রায় সময় তার বাগানের শাক-সবজি চুরি হয়ে যায়। গত রবিবার বিকেলে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লে এর প্রতিবাদ করে বাচ্চুর পরিবারের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি রফিুকুল ইসলামের দুই ছেলে ফারুক ও মারুফ এবং সামছু মিয়ার ছেলে নয়ন ও সুজন তাদের পরিবারের লোকজন একত্রিত হয়ে বাচ্চুর বাড়ি-ঘরে হামলা করে জিনিসপত্র তছনছ করে। পরে হামলাকারীরা ইফতারের আগে বাচ্চু তার চা-স্টলের সামনে ইফতার বিক্রির সময় দোকানে হামলা করে। ইফতার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ফেলে হামলাকারীরা।
এ সময় পাশে থাকা বাচ্চুর ভাই চান মিয়া ও অন্যান্য দোকানদারেরা প্রতিবাদ করলে তাদের দোকানে হামলা করে। এ হামলায় চান মিয়াসহ মনিররুল ইসলাম, আরিফুল ও সাকিম মিয়া নামে বাজারের ব্যবসায়ীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
কলমাকান্দা থানা ওসি মো. আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা নেয়া হবে।