কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় কলম একাডেমী লন্ডন এর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার মেদনী ইউনিয়নে নিশ্চিতপুর গ্রামে কংসনীড়ে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মুক্তছিমবিল্লাহ শাহানের সভাপতিত্বে কবি সৈয়দ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কলম একাডেমী লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে কবি মুক্তাছিমবিল্লাহ শাহানকে সার্বিক কার্যক্রম বিবেচনা করে আলোকিত ব্যাক্তিত্ব হিসেবে সংবর্ধিত করেন।
আমন্ত্রিত অতিথি হিসেব বক্তব্য রাখেন নেত্রকোনা রাইফেল্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং কলম একাডেমীর লন্ডন এর নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা সমাজ সেবক আলহাজ্জ্ব সারোয়ার জাহান রঞ্জন। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, আটপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপক মিল্টন পিযুস প্রমুখ।
এতে বিভিন্ন স্থান থেকে আগত কবি, সাহিত্যিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।