শাপলা আক্তারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তি মেলা ২০২২ এর আয়োজন করা হয়। রংবেরঙের বেলুন ও শান্তির প্রতীক কবুতর আকাশে উড়িয়ে সপ্তাহ ব্যাপি মেলার উদ্ভোদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তি মেলা ২০২২,অদ্য ১৭-০৩-২০২২ থেকে শুরু হয়ে ২৩-৩-২০২২ পর্যন্ত চলমান থাকবে।উক্ত মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ষ্টল খোলা হয় এবং ষ্টল গুলোর মাধ্যমে তারা তাদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করে থাকেন। উক্ত মেলায় ময়মনসিংহ বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠান ও সহযোগিতায় সিরাক বাংলাদেশ সহ অন্যান্য এনজিও অংশগ্রহণ করেন। এবং তারা তাদের প্রাতিষ্ঠানিক সেবা সমূহ সকলের সামনে তুলে ধরেন পাশাপাশি অন স্পট তাৎক্ষণিক বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন, যেমন- কিশোর-কিশোরী, নারী- পুরুষ দের কাউন্সিলিং সেবা ও ঔষধ এবং বিনামূল্যে ব্লাড প্রেশার মাপা,ওজন মাপা,ব্লাড সুগার মাপা ইত্যাদি সেবা প্রদান করেছেন।এই সেবা সমূহ ৭ দিন ব্যাপি চলমান থাকবে। সকলকে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিনামূল্যে সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল। ময়মনসিংহ, জেলা প্রশাসক, মোহাম্মদ এনামুল হক মেলায় প্রতিটা ষ্টল পরিদর্শন করেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ এর ষ্টল পরিদর্শন করেন মোহাম্মদ এনামুল হক জেলা প্রশাসক এবং সার্বিক কার্যক্রম দেখে তিনি খুশি হোন।উক্ত ষ্টলে উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক, আব্দুল আওয়ার, উপ-পরিচালক মেহেরুন্নেছা সিদ্দিকী, সিরাক বাংলাদেশ, এসোসিয়েট প্রোগাম অফিসার মোঃ শফিউল্লাহ লিমন,সিরাক বাংলাদেশ,ভলান্টিয়ার পিয়ার লিডার শাপলা আক্তার ও রবিন মিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ।