মাহীর তাজওয়ার ইবনাতঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সাংবাদিক সংঘ নাসাস এর বগুড়া জেলা শাখার আয়োজনে (৮ মার্চ, ২০২২) মঙ্গলবার দুপুরে জলেশ্বরীতলার রেডচিলিস রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় নারী সাংবাদিক সংঘ নাসাস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বঙ্গকথনের স্টাফ রিপোর্টার জিনাত জেবীন টিউনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু এবং স্টাফ রিপোর্টার হাফিজা সুলতানা বিনা, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শাপলা খন্দকার সোমা, দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি পারভীন সুলতানা লুনা,বঙ্গকথনের ট্রেইনি রিপোর্টার আফসানা চৌধুরি বিন্দু, জেন্ডার বিশেষজ্ঞ ও লিগ্যাল এ্যাডভাইজার মাসুদা ইসলাম প্রমুখ।
এ সময় বক্তাগণ আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস তুলে ধরে নারী শ্রমিকদের রক্তাক্ত আন্দোলন সংগ্রামের তাৎপর্য ও গুরুত্বের কথা তুলে ধরে বলেন, সাম্রাজ্যবাদী ও তাদের এদেশীয় দালাল শাসক-শোষকগোষ্ঠী এবং এনজিওদের ষড়যন্ত্রমূলক নারীবাদীতার মাধ্যমে নারী দিবসের প্রকৃত তাৎপর্য আড়াল করে ফেলা হচ্ছে। এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই মুখোশ উন্মোচন করে নারী মুক্তির লক্ষ্যে নারী দিবসের প্রকৃত তাৎপর্য তুলে ধরে জাতীয় গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।