পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় (গত ২৭ ফেরুয়ারী, রবিবার) নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামে নিজের নব-নির্মিত টিনের ছাপরা ঘর ভাংচুর করে প্রতিপক্ষ স্বপন মিয়া গংদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে ওই গ্রামের মৃত আব্দুল খালেক’র ছেলে কেলন মিয়া (৪৫)’র বিরুদ্ধে। প্রতিপক্ষ স্বপন মিয়া একই গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
সরেজমিনে স্থানীয় সূত্র ও সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন এবং লিটন মিয়ার বরাত দিয়ে জানা গেছে, কেলন মিয়া তার প্রতিপক্ষ স্বপন মিয়ার কাছে ৩ লক্ষ টাকার বিনিময়ে ২ শতাংশ জমি বিক্রয় করে। ১ লক্ষ ৮৭ হাজার টাকা নেন এবং ১ লক্ষ ১৩ হাজার টাকা রেজিস্ট্রেশন করার সময় পরিশোধ করবে বলে জমির দখল বুঝিয়ে দেন। তবে টাকা নিয়ে কেলন মিয়া জমি রেজিস্ট্রেশন করে না দিয়ে বিভিন্ন টালবাহানায় সময় পার করছে এবং গোপনে ওই জায়গাতে একটি টিনের ছাপরা ঘর নির্মাণ করে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসে। সালিশের সিদ্ধান্ত অনুসারে কেলন মিয়া স্বপন মিয়াকে উক্ত জমি রেজিস্ট্রেশন করে দিবে। কিন্তু গত ২৭ ফেব্রæয়ারী রবিবার সকাল-সন্ধ্যা দু’দফায় পরিকল্পিত ভাবে কেলন মিয়া নিজের নব নির্মিত ছাপরা ঘর ভাংচুর করে এবং স্বপন মিয়া গংদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে।
স্বপন মিয়া জানান, কেলন মিয়া আমাদের কাছে জমি বিক্রয় করে টাকা নিয়েছে। জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় গ্রাম্য সালিশ হয় এবং সালিশে জমিটি রেজিষ্ট্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সালিশের পরদিন সে নিজের নির্মিত টিনের ছাপরা ঘর ভাংচুর করে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তাছাড়া আমাদের প্রাণহানির হুমকি দিয়ে যাচ্ছে কেলন মিয়া।
এ ব্যাপারে কেলন মিয়াকে জিজ্ঞাসা করলে, তার উপর সমস্ত অভিযোগ অস্বীকার করেন।