মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ পশ্চিম পাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে মোঃ কুদরত আলী (৩৯) তার স্ত্রী তিন সন্তানের জননী মোছাঃ টপ্পি আক্তার(২৮) কে গতকাল রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপুর্যুপরি চপেটাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে নাক কান দিয়ে রক্ত এসে সাথে সাথেই মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল (২৬শে ফেব্রুয়ারী) শনিবার অনান্য দিনের মত স্বামী কুদরত আলীর সাথে স্ত্রী টপ্পি আক্তারের সংসারের অভাব অনটন ও নিজেদের মিল মহব্বত নিয়ে কথা কাটাকাটি শুরু হলে স্বামী কুদরত আলী টপ্পি আক্তারের নাকে মূখে উপর্যুপরি চপেটাঘাত মারলে টপ্পি আক্তার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে নাক কান দিয়ে রক্ত এসে মারা যায়। টপ্পি আক্তার পূর্বধলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে। নিহতের লাশ পোষ্ট মর্টেম শেষে মেঘাপাড়া গ্রামে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘাতক স্বামী কুদরত আলীকে আটক করে জেল হাজতে প্রেরন করি। নিহতের ভাই যুবলীগ নেতা মাহবুবুর রহমান কাজল এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন।