পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার দেড় কেজি গাঁজাসহ রুবি আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত রুবি আক্তার উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত রুবি ও সুজন দম্পতি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের সময় রুবি আক্তারকে আটক করার সময় স্বামী সুজন পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়’র পরিদর্শক কানিজ ফাতেমা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বধলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।