কে. এম. সাখাওয়াত হোসেন : প্রথম সংসারে ফিরে না আসায় মোছা. রানী আক্তারকে (২৫) ছুরিকাঘাত করেছেন সাবেক স্বামী। এ ঘটনায় আত্মগোপনে থাকা অভিযুক্তকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে আটক করে। ভূক্তভোগী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মোজাম্মেল হক মোহনগঞ্জ উপজেলার কলুঙ্কা গ্রামের বকুল খানের ছেলে এবং তিনি ভূক্তভোগীর সাবেক স্বামী ও সম্পর্কে মামাতো ভাই। ভূক্তভোগী ওই নারী সাবেক স্বামীকে ডিভোর্স দিয়ে গত তিন মাসে আগে দ্বিতীয় বিয়ে করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মোজাম্মেল হক শনিবার সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল। ওই রাতেই তাকে দুর্গাপুরের বিরিশিরি এলাকা থেকে আটক করা হয়েছে। ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের সম্পন্ন শেষে আজ (রবিবার) বিকেলে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।
গত শুক্রবার ভূক্তভোগীকে তার দ্বিতীয় স্বামী ঢাকা থেকে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় ভূক্তভোগীর ছোট বোনের বাসায় রেখে যান। পরে শনিবার সকাল ১০ দিকে প্রথম সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য সাবেক স্বামী চেষ্টা চালায়। তাতে রানী আক্তার অস্বীকৃতি জানালে তাকে ছুরি দিয়ে পিঠে, গলায় ও কানের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান মোজাম্মেল।