মোঃ নজরুল ইসলাম: পূর্বধলায় মুক্তিযোদ্ধাগণের উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে আজ ৭ ফেব্রুয়ারি সোমবার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। গত ২৩ ডিসেম্বর পূর্বধলায় মুক্তিযোদ্ধাগণের সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যেসকল অভিযোগ উত্থাপন করেন তার সাথে তিনি সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। উপজেলা চেয়ারম্যান সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেন।
সাম্প্রতিক সময়ে উপজেলায় বিজয় দিবস ও হানাদার মুক্ত দিবসের প্রস্তুতি সভায় থানার অফিসার ইনচার্জ ও মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার এঁর আসন বিন্যাস, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এঁর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর প্রকাশ্যে বিরোধিতা করাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান এর মতামত প্রদান, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এঁর রাড়ীর রাস্তা নির্মাণ ও জাতির পিতার হত্যাকান্ডের সাথে কতিপয় মুক্তিযোদ্ধা অফিসারের সম্পৃক্ততার বিষয়ে উপজেলা চেয়ারম্যান এর মন্তব্যকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে তাঁদের সম্মানহানির অভিযোগ আনা হয় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করে বিষদ ব্যাখ্যা প্রদান করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু অনুসন্ধানপূর্বক পদক্ষেপ গ্রহণের আবেদন করেন। এর প্রেক্ষিতে জনমনে ভুল ধারনার অবসান ও সাধারণ মুক্তিযোদ্ধাগণের বিভ্রান্তি দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান তার লিখিত বক্তব্যে দাবি করেন পূর্বধলার সরলপ্রাণ মুক্তিযোদ্ধাগণকে ভুল বুঝিয়ে ইতিপূর্বে যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত জনৈক আসামীর সমর্থনে স্বাক্ষর সংগ্রহের কলঙ্কিত অধ্যায় সৃষ্টিতে ভূমিকা রাখেন একটি মহল, যার প্রেক্ষিতে উদ্ভোত পরিস্থিতিতে পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাগণের ভাবমূর্তী ভীষণভাবে ক্ষুন্ন হয় এবং বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধাগণের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এভাবে বার বার বীর মুক্তিযোদ্ধাগণকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অনুরোধ করেন।
প্রেসক্লাব মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান এর সাথে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুস আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশারফ, ঘাগড়া ইউনিয়ন এর চেয়ারম্যান এ কে এম মাজহারুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক জিএস শাহজাদ হোসেন সাজ্জাদ, সাবেক ছাত্রনেতা সৈয়দ হাসানুজ্জামান রাফি, আকাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান আতিকুর রহমান উজ্জল, ফরিদ আহমেদ, খাইরুল ইসলাম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বিগত সময় একটি মহল থেকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণে অনাস্থা প্রস্তাব, তার মৎস্য খামার থেকে মাছ মেরে নেয়া, দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের, প্রাণনাশের চেষ্টায় সরকারি বাসভবনে হামলা, তার পৈত্রিক বাড়ি-ঘর ভাংচুরসহ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বচনী আচরনবিধি লঙ্ঘন করে তার বিরোধিতাকারি মহলটি বর্তমানেও সক্রিয় বলে তিনি উল্লেখ করেন। তিনি তার অতীত থেকে বর্তমান সময় অবধি আওয়ামী রাজনীতির বিবরণ তুলে ধরে দলীয় আদর্শের প্রতি আস্থা, নেতৃত্বের প্রতি আনুগত্য, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ও দলীয় প্রধানের প্রতি পরম শ্রদ্ধা প্রদর্শনে একজন একনিষ্ঠ কর্মী বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মো: কামাল হোসাইন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান ইকবাল, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, ই-টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন দাস, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সোহান আহমেদ, মাই টিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সানাউল হক, এস এ টিভির জেলা প্রতিনিধি দেবল চন্দ্র দাস,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনি, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রহমান প্রমুখ। এছাড়া পূর্বধলা উপজেলার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাংবাদিক শফিকুল আলম শাহিন, শফিকুজ্জামান শফিক, গোলাম মোস্তফা, শাহ্ মোস্তাফিজুর রহমান রাজিব, আব্দুল্লাহ আল মামুন, মোঃ এমদাদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান,আল মুনসুর, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, মুজিবুর রহমান, শাহীন খন্দকার, পূর্ণিমা রানী, ফারুক আহমেদ ও রুবেল আহমেদ। লিখিত বক্তব্য শেষে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মুক্তিযোদ্ধাগণের উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সংবাদ সম্মেলন
Date:
Share post: