মোঃ নজরুল ইসলামঃ
এই শীতেও জলাবদ্ধতার শেষ নেই নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের প্রধান প্রধান রাস্তা গুলোর।
পূর্বধলা রেলওয়ে ষ্টেশন বাজার, পূর্বধলা বড় বাজার যাওয়ার প্রধান সড়ক, হাসপাতাল সংলগ্ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, সোনালী ব্যাংকের সামনে,জামতলাস্থ, পল্লীবিদ্যুৎ অফিসের সামনে, থানা সংলগ্ন সহ প্রধান প্রধান সড়ক গুলো খানাখন্দে ভরপুর। ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব হয়ে থাকে বারোমাস। রিক্সা অটোরিকশা সিএনজি বা বাস ট্রাক চলার সময় এই রাস্তাগুলোতে প্রায় হাটু পানি জমে থাকাতে পথচারীদের গায়ে অনেক সময় ময়লা দুর্গন্ধযুক্ত পানি ছিটে পরে।
দীর্ঘ ১৫ বৎসর আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকলেও ডিজিটাল বাংলার উন্নয়নের ছোঁয়া লাগেনি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে। পূর্বধলা বাজারের একাধিক ব্যাবসায়ীর সাথে কথা বলে জানা যায় সুনির্দিষ্ট পরিকল্পনা ও উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা তাছাড়া আমাদের মাননীয় সাংসদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভ্রুক্ষেপ না থাকায়, দীর্ঘ সময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও আমরা এর সুফল ভোগ করতে পারিনি।বিশেষ করে রাস্তাঘাট নিয়ে আমাদের এ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে পূর্বধলার স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের মুঠো ফোনে বারবার যোগাযোগ করলেও থাকে পাওয়া যায়নি।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন মাঝে মাঝে আমি নিজস্ব অর্থায়নে রাস্তা গুলো সংস্কার করেছি। সরকারের উচ্চপর্যায়ে কথা হয়েছে ইনশাআল্লাহ্ আগামী বর্ষার আগেই রাস্তার কাজ শুরু হবে।
রাস্তার বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান ফোন আলাপে বলেন, আমি পূর্বধলায় নতুন যোগদান করেছি আমি সবগুলো রাস্তাঘাট চিনিনা। আগামী অর্থ বছরে এ রাস্তা গুলোর কাজ শুরু হবে এর আগ মুহূর্তে এ রাস্তাঘাট গুলোর পুনঃ সংস্করণের সুযোগ নেই।