শিমুল শাখাওয়াতঃ আজ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার
৪নং জারিয়া ইউনিয়নের গোজাখালিকান্দা গ্রামে
নদীর পাশে রাস্তায় মাটি কাটার কাজের “শুভ উদ্বোধন” করেন
পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দুই দুইবারের নির্বাচিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
রাস্তায় মাটি কাটার কাজে এলাকাবাসী অনেক খুশি, তারা বলেন এই রাস্তাটা অনেকদিন ধরে কোনও সংস্কার হয় না, বর্ষাকালে রাস্তাটা একবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসীরা রাস্তাটা মাটি কাটার পাশাপাশি পাকাকরণের জন্য জোর দাবি করেন।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে উপজেলা পরিষদের সকল কাজ গুলো আমরা সুষ্ঠু ভাবে সম্পন্ন করবো। আর সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা জনগণের দেড়গোড়ায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ্।