স্টাফ রিপোর্টারঃ স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানবাধিকার নেত্রী স্বপ্না খন্দকারের উদ্যোগে গতকাল ২২জানুয়ারী রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বপ্না খন্দকার-এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ।
সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান ও ময়মনসিংহ জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রানা।
স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, একজন রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে স্বপ্না খন্দকার তার প্রতিষ্ঠিত স্নপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক উদ্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতেও সকল মানবিক কাজে স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা অগ্রগামী ও সক্রিয় ভূমিকা পালন করবে।
স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি স্বপ্না খন্দকার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই সরকারের সহায়তা ও স্বপ্নীল সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে এই শীতকালীন সময়ে প্রায় ৫ শতাধিক ব্যক্তির মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং ভবিষ্যতেও যে কোন মানবিক সহায়তায় আমি ও আমাদের সংগঠন স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ্।