শাপলা আক্তারঃ আজ ২০ জানুয়ারি, ২০২২, বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে USAID এবং পথফাইন্ডার এর সহযোগিতায় সিরাক-বাংলাদেশ এর সুখী জীবন প্রকল্পের মাধ্যমে আয়োজিত কৈশোর – বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া স্বাগত বক্তব্য ও সিরাক-বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম উপস্থাপন সহ ষান্মাসিক সভার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।
উক্ত সভায় প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীগণ প্রকল্পের কার্যক্রম এর সফল বাস্তবায়নের জন্য সুচিন্তিত পরামর্শসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আউয়াল, বিভাগীয় পরিচালক,পরিবার পরিকল্পনা কার্যালয়, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আনিসুর রহমান, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, নেত্রকোনা। সভাপতিত্ব করেন জনাব মেহেরুন্নেসা সিদ্দিকী, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ময়মনসিংহ। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কর্ম এলাকার কৈশর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবা প্রদানকারী, সিরাক -বাংলাদেশ এর এসাসিয়েট প্রোগ্রাম অফিসার মোঃ শফিউল্লাহ লিমন, এসোসিয়েট অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা প্রবাল রায়, প্রোগ্রাম এসোসিয়েট সালমা আক্তার ও কৈশর বান্ধব সেবা কেন্দ্রের ভলান্টিয়ার পিয়ার লিডারবৃন্দ।