সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে ৬ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে মদন পৌরসদরের দেওয়ান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ছয়টি দোকান মালিকের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, মদন পৌরসদরের দেওয়ার বাজারের ব্যবসায়ীরা দিন শেষে বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশের দোকান ঘরের ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। কিন্তু আলী আহম্মদ, আল আমিন, শাহজাহান, জাকির মিয়া, উজ্জল পাল ও মুখলেছ মিয়ার দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ছয় দোকান মালিকের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সুজিত কুমার ঘোষ বলেন, গভীর রাতের অগ্নিকান্ডের ছয় দোকান ঘর পুড়ে গেছে। এতে ছয় দোকান মালিকের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের দোকানগুলো থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ছবি সংযুক্তঃ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান।