মো. সাকের খান, মদন (নেত্রকোনা) : ইউনিয়ন চেয়ারম্যান হতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদত্যাগ করে আওয়ামীলীগের বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেন তোফায়েল আহমেদ। পরাজিত হয়ে এবার দুই কূল হারালেন তিনি। উপজেলার তিয়শ্রী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মজিবুর রহমান ৩ হাজার ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দুই হাজার ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্তিতা করেছেন তোফায়েল আহমেদ।
মদন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ মদন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয় জেলা কৃষকলীগের সদস্য তোফায়েল আহমেদ। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশ নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন তিনি। আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। আওয়ালীগীরল বিদ্রোহী হওয়ায় দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয় তোফায়ের আহমেদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদত্যাগ করে ইউনিয়ন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিনি চাইলে অংশ নিতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, পদত্যাগ করায় ভাইস চেয়ারম্যান পদটি বর্তমানে শূণ্য রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফছিল অনুযায়ী এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।