কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার ও পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে নির্মিত ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার ও পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মো. মইনউদ্দিন খন্দকার, জন প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ জুন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার ও পাবলিক লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
অল্প সময়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার ও পাবলিক লাইব্রেরিটি পুর্ণাঙ্গ একটি লাইব্রেরিতে রূপদান করায় জেলা প্রশাসকের প্রশংসা কুঁড়িয়েছেন ইউএনও মো. মইনউদ্দিন খন্দকার।