কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে পাটমহল ও ট্রলারঘাট এলাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সুত্রপাত হলে ফায়ার সার্ভিস ও স্থানীদের আধাঘন্টার চেষ্টায় আগুনের ব্যাপকতা নিয়ন্ত্রণে আসে। তবে বেলা সাড়ে ১১টার দিকে সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপন অভিযানের সমাপ্তি করে ফায়ার সার্ভিসের লোকজন।
ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান- ধান ও পাট ব্যবসায়ী বজলুর রহমানের বজলু এন্টারপ্রাইজের, পাট ব্যবসায়ী আ. মতিন, ধান ব্যবসায়ী মো. সবুজ মিয়া ও ইবনে সৌদ এবং চা দোকানি কামরুল মিয়া। তবে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানই টিনসেটের ছিল জানা গেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আধাঘন্টার মধ্যে আগুনের ব্যাপকতা নিয়ন্ত্রণে আনার কারণে ওই এলাকায় আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। পাঁচটির মধ্যে চারটি ছিল ধান ও পাটের ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি চায়ের দোকান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।