নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদেরকে সরকারিভাবে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিব্য কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।