পূর্বময় ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে পুলিশের গুলিতে ১৪ বছরের এক কিশোরী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকার একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ বরাতে এবিসি নিউজ জানিয়েছে, ঘটনার সময় মেয়েটি একটি কাপড়ের দোকানের ড্রেসিংরুমে ছিল।
বাইরে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির দিকে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ড্রেসিংরুমের ভেতরে থাকা মেয়েটির গায়ে লাগে। পরে সেখানেই মরে পড়েছিল সে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের (এলএপিডি) ক্যাপ্টেন স্টেসি স্পেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি দোকানে মারণাস্ত্রসহ একজনের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গুলি চালানো হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি আরেক লোককে নির্যাতন করছেন দেখে গুলি চালান পুলিশ সদস্যরা। তাদের গুলিতে অভিযুক্তও ব্যক্তি মারা যান।
এলএপিডির সহকারী প্রধান ডমিনিক চোই জানান, এ সময় একটি গুলি ড্রেসিংরুমের ভেতর চলে যায় এবং ১৪ বছরের এক কিশোরীর গায়ে লাগে। পরে তাকে মৃত অবস্থায় খুঁজে পান কর্মকর্তারা।
চোই জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি। তবে তার কাছে ভারী ধাতব কেব্ল লক পাওয়া গেছে।
এটি ব্যবহার করেই তিনি অন্যদের ওপর আক্রমণ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৮ সালে অনেকটা একইভাবে একটি মার্কেটের ভেতরে লস অ্যাঞ্জেলেস পুলিশের গুলিতে এক নারী প্রাণ হারিয়েছিলেন। নতুন এ ঘটনাটি খতিয়ে দেখতে ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।