বিনোদন ডেস্কঃ
সংগীতশিল্পী ফাতিমা তুজ জাহরা ঐশীর দুটি গানে দেখা যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরী ও বলিউড তারকা সানি লিওনকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
সানি লিওনের ঠোঁটে…
এটা অবশ্যই অন্যরকম প্রাপ্তি যে আমার গানের মডেল হয়েছেন বলিউডের নামকরা তারকা সানি লিওন। ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির গীতিকার ও সুরকার কৌশিক হোসেন তাপস। গত বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসে ভিডিওটির ট্রেলার প্রকাশ হয়েছে।
তবে গানটি গেয়েছি পাঁচ মাস আগে। এ মাসেই গানটির ভিডিও ধারণ করা হয়েছে মুম্বাইয়ে। যখন জানলাম সানি লিওন এ গানে মডেল থাকবেন, সেটা আমার জন্য সারপ্রাইজ ছিল। আমাকে বড় বড় স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। শুধু আমি নই, আরও অনেক তরুণ শিল্পীকে স্বপ্নের দিকে হাঁটতে শিখিয়েছেন তারা। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। টিএম রেকর্ডসের নতুন যাত্রার সঙ্গে আমিও আছি এটা আমার জন্য বড় পাওয়া। আশা করছি শ্রোতাদের মাঝে গানটি সাড়া ফেলবে। কারণ ট্রেলার থেকেই যে সাড়া পাচ্ছি তাতে পূর্ণাঙ্গ গানটি প্রকাশ পেলে শ্রোতাদের মাঝে অন্যরকম আলোড়ন তৈরি করবে তা সহজেই অনুমান করা যাচ্ছে।
গানের প্রোমো প্রকাশেই কয়েক ঘণ্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন। বড় বাজেটের এ গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।
পূজা চেরীর জন্য…
চলচ্চিত্রে অনেক গানই তো গাওয়া হয়ে গেল। কিন্তু পূজা চেরীর জন্য আগে গাওয়া হয়নি। তার অভিনয় আমার ভালো লাগে। ফাইনালি মুক্তিপ্রতীক্ষিত ‘শান’ মুভিতে একসঙ্গে কাজ করে ভালো লেগেছে। কিন্তু গানটি দর্শক চমৎকারভাবে গ্রহণ করার পর সেই আনন্দ আরও বেড়ে গেছে। ‘ও দয়াল’ শিরোনামের গানটিকে বলা যায় স্টেজ পারফরম্যান্সের উপযুক্ত একটি গান। সেভাবেই এর সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। দৃশ্যায়নও করা হয়েছে সেভাবে। পূজা খুব সুন্দরভাবে আমার গলার আবেদনকে তার মুভমেন্ট ও এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। স্মার্ট একটি ভিডিও হয়েছে। সব মিলিয়ে ভালো সাড়া পাচ্ছি।
মাঝে করোনা, একাধিকবার আমার গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষা (মেডিকেল) পিছিয়ে যাওয়া ও তার প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। অবশেষে সব শেষ করে এখন গানে সরব হয়েছি। তাছাড়া ভালো কিছু পেতে হলে একটু অপেক্ষা করতে হয়! দর্শকের সেই অপেক্ষার ফল এখন ভালো ভালো কাজের মাধ্যমে দিচ্ছি। আর নিয়মিত স্টেজ শো তো আছেই। গতকালও একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। সেই গানটিও শিগগির প্রকাশিত হবে।