অনলাইন ডেস্কঃ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার রাতে এক বিবৃতিতে মারিয়া মান্দাদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করে বিসিবি।
অভিনন্দন বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিসিবির পক্ষ থেকে অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রতিটি সদস্যকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা পুরো জাতিকে গর্বিত করেছেন।
আমরা আপনাদের ধারাবাহিক সাফল্য এবং আরো অনেক অর্জন কামনা করি। ’
বুধবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন আনাই মগিনী।
এবারের টুর্নামেন্টে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। অর্থাৎ অপরাজিত চ্যাম্পিয়ন গোলাম রব্বানী ছোটনের দল। শুধু তাই নয়, মারিয়া মান্দারা কোনো গোলই হজম করেনি আসরে।
টুর্নামেন্টে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই আসরে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেবার অবশ্য অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে ছিল আসরটি।
এবার বয়সের মানদণ্ড এক বাড়ানো হয়েছে।