বিশেষ প্রতিনিধি : নেত্রকোনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় মহিলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনার পৌরশহরে দত্ত উচ্চ বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে কংশ, মগরা, সোমেশ্বরী ও ধলাই নামে চারটি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে। খেলায় সোমেশ্বরী দল কংশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সুমান্না আক্তারের সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।