মোঃ নজরুল ইসলামঃ
নেত্রকোনার পূর্বধলায় আজ ২০- ১২- ২০২১ ইং রোজ সোমবার পূর্বধলা সরকারী কলেজ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনা কালীন সময়ে সারাদেশে বিশ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় আয়োজিত এক মত বিনিয়োগ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন লীড ব্যাংক জনতা ব্যাংকের পূর্বধলা উপজেলা শাখার জারিয়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুসা আল সাবির। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেডি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সোমনা সাহা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঃ রব এরিয়া ইনচার্জ নেত্রকোনা জনতা ব্যাংক, পূর্বধলা সরকারী কলেজের প্রিন্সিপাল আনোয়ারুল হক রতন, নেত্রকোনা জনতা ব্যাংক শাখার সিনিয়র অফিসার মাহমুদুল হাসান, এবং পূর্বধলা অগ্রনী ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ এরশাদুল হক সহ পূর্বধলা উপজেলাধীন সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মকতা ও করোনাকালীন সময়ে করোনা প্যাকেজের আওতাধীন গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য পূর্বধলা উপজেলায় ৪৭ কোটি ৪৬ লক্ষ টাকা বরাদ্দ দানের ক্ষেত্রে ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে, অবশিষ্ট টাকা তৃতীয় ধাপে বিতরন করা হবে।