সাইফুল আরিফ জুয়েল : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় লাল সবুজের বিজয় রাইড করেছে “ময়মনসিংহ সিটি সাইক্লিস্টস” গ্রুপ। এই রাইডের মাধ্যমে দুর্নীতি, মাদক ও ইভটিজিং মুক্ত বাংলাদেশ গড়ার বার্তা ছড়ানো হয়েছে বলে জানান এর সঙ্গে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ গিয়ে এই রাইড শেষ হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক পরিবারের (ময়মনসিংহ বিভাগ) সার্বিক সহযোগিতায় ১৫০ জন সাইক্লিস্ট এই রাইডে অংশ নেয়।
রাইড শেষে “ময়মনসিংহ স্টান্ট বয়েজ” এর একটি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “স্ট্যান্ট শো”।