স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস -২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ -এর উদ্যোগে ১৬-১২-২০২১ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ কেন্দ্রীয় স্মৃতিসৌধে মাল্টি -পার্টি এডভোকেসি ফোরামের সভাপতি সুমন চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সহকারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণকালে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি মাহবুবুল আলম মাহবুব ,রফিকুল ইসলাম রতন, উপদেষ্টা পরিষদের সদস্য খালেদা আতিক, মোস্তাফিজুর বাশার ভাষাণী, এমএএফ -এর সম্মানিত সদস্য ফরিদা ইয়াসমিন পারভীন, আতিয়া ফাইরুজ মলি, নূরজাহান মিতু, মাহজাবিন জেবীন, ডিআই ফেলো কামরুন্নাহার কলি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএএফ এর বিজয় শোভাযাত্রা ও পুস্পস্তবক অর্পণকালে নারীর জয় সবার জয় নেটওয়ার্কের সম্মানিত সদস্যগণের মধ্যে নাহিদ ইকবাল, মীর সালমা, এলিনা খান,বিলকিস পারভীন, আখিঁ,পায়েল
প্রমুখ সহ মাল্টি-পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও কর্মকর্তা স্বপন রবি দাসও এমএএফ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি ও সামাজিক-স্বেচ্ছাসেবী-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ইস্যু ও জনহিতকর কাজ ইতিপূর্বে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করেছে।
তারই ধারাবাহিকতায় মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বিজয় শোভাযাত্রা ও স্মৃতিসৌধ পুস্পস্তবক অর্পণ করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও ময়মনসিংহের সুধীসমাজ মাল্টি-পার্টির সমন্বয়ে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে রাজপথে শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন।