সাইফুল আরিফ জুয়েল : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মাঠে নামায় নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়ন আওয়মী লীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, নগর ইউপির কৃষ্ণকান্ত সরকার, রথিন্দ্র সরকার, কাজল তালুকদার, বকুল চৌধুরী ও জীবন সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক দীপক সরকার স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ ডিসেম্বর) তাদের সাময়িক বহিষ্কার করা হয়। দলীয় সভায় দুপুরে তাদের বহিস্কারকে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি পাঁচজনকে স্থায়ীভাবে বহিস্কারের জন্যও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে চিঠি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হয়েছেন হরিধন সরকার।