কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় খাদ্য গুদামে পেছনের গেটে এ্যাঙ্গেলের সাথে রঞ্জন ঘোষ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের ৪নং খাদ্য গুদামের পিছনের গেটের উপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
মৃত রঞ্জন ঘোষ পূর্ব চকপাড়ার মালগুদাম এলাকার মৃত নন্দ লাল ঘোষের ছেলে। নিহতের মা বর্তমানে ওমান দেশে চাকুরীরত আছেন জানা গেছে।
নেত্রকোনার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মামা গোপাল ঘোষ (৪০) বেলা সাড়ে ১১টার দিকে থানায় হাজির হয়ে জানায়, তার ভাগিনা ৪নং খাদ্য গুদামের পেছনের গেটে উপর লোহার এ্যাঙ্গেলের সাথে ঝুলে আছে। তার ধারণা গত সোমবার দিনগত রাত যে কোন সময় নাইলনের সুতার দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে রঞ্জন ঘোষ।
তিনি আরো বলেন, উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।