অনলাইন ডেস্কঃ
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার কথা ছিল তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর। কিন্তু দেশ ছাড়ার আগে রুটিন করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে তার। তাই আসরটিতে খেলা হচ্ছে না টানা দুই এসএ গেমসে স্বর্ণজয়ী এই ভারোত্তোলকের।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি দৈনিক পূর্বময়কে নিশ্চিত করেছেন মাবিয়া নিজেই।
১২ ডিসেম্বর ছিল মাবিয়ার খেলা। তার ঢাকা ছাড়ার কথা ছিল বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার করোনা পরীক্ষা করালে প্রথমে নেগেটিভ ফল আসে। খানিক পরই একই পরীক্ষার ফল পজিটিভ জানানো হয়।
মাবিয়া নিশ্চিত হতে বুধবার আরো একবার করোনা পরীক্ষা করান। সেই ফলও পজিটিভ এসেছে।
এমনিতে শারীরিক কোনো জটিলতা নেই মাবিয়ার। তবে সপ্তাহ খানিক আগেই হঠাৎই জ্বর এসেছিল তার। ধারণা করছেন, তখন থেকেই হয়তো করোনা পজিটিভ তিনি।
এক সপ্তাহ পর আবারো করোনা পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন মাবিয়া।
উজবেকিস্তানে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাবিয়া অংশ নিতে না পারলেও খেলছেন স্মৃতি আক্তার ও জিয়ারুল। স্মৃতির খেলা হয়ে গেছে এরই মধ্যে। তবে বলার মতো কিছু করতে পারেননি। জিয়ারুলের খেলা ১২ ডিসেম্বর।
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ গেমসের বাছাইও। তাই এই আসরে খেলতে না পেরে হতাশ মাবিয়া। তবে ফেব্রুয়ারিতে আরো একটি বাছাই আছে। এখন সেই আসরে চোখ রাখতে চান তিনি।