বিভাগীয় প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ১ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।
তাদের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।
নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ওই ১০ জনকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশ।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে ৫ জন আহাদের সহযোগী।
আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।