মাহীর তাজওয়ার কাদেরঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২নং হোগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র বিজয়ী চশমা প্রতীকে প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম আকন্দ খোকন কে অরুচি বক্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ায় নৌকার প্রার্থী মোঃ সাইদুল ইসলাম’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে । বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদার গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন ও বিশাল আনন্দ র্যালী করে এলাকার বিভিন্ন বাজার প্রদর্শন করা হয়েছে।
মোঃ সিরাজুল ইসলাম আকন্দ খোকন জানান, গত ২৮ নভেম্বর, ২০২১ ইং অনুষ্ঠিতব্য নির্বাচন বর্তমান সরকারের দেওয়া সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনে তিনি ৪৯ ভোট বেশী পেয়ে নৌকাকে পারজিত করে বিজয়ী হন। নৌকা প্রার্থী মোঃ সাইদুল ইসলাম নির্বাচনের হার সইতে না পেরে বিভিন্ন ভাবে তাকে এবং তার কর্মীদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তিনি সহ কর্মীরা আতঙ্কে আছে। এ বিষয়ে তিনি নেত্রকোণা জেলা প্রশাসক ও পূর্বধলা থানা বারাবরে অভিযোগ করেছেন বলে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানান।