মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় গত ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ নভেম্বর সোমবার বিকাল ২ ঘটিকার সময় পূর্বধলা সদর ইউনিয়নের স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান ( মটর সাইকেল) সিদ্দিকুর রহমান বুলবুল -র সমর্থক ও স্বতন্ত্র (চশমা) পরাজিত প্রার্থী আফতাব উদ্দিন -র সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায় চেয়ারম্যান পদে (স্বতন্ত্র)পরাজিত প্রার্থী আফতাব উদ্দিনের সমর্থক থানা সংলগ্ন নয়াপাড়া গ্রামের সাবেক মেম্বার হাসিম দর্জীকে বর্তমান বিজয়ী চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সমর্থকরা শারীরিক ভাবে লাঞ্চিত করলে হাসিম দর্জির আত্মীয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংঘটনের উপজেলা সভাপতি শাহীনুল ইসলাম শাহীন প্রতিবাদ করতে গেলে, শাহিনের উপর সিদ্দিকুর রহমান বুলবুলের সমর্থকরা অতর্কিত হামলা চালায়।
এতে করে শাহিনের ডান হাতের কব্জি বরাবর দায়ের কোপে মারাত্মক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বধলা বড় বাজারে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করলে পূর্বধলা থানা ইনচার্জ শিবিরুল ইসলামের নেতৃত্বে পূর্বধলা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্বধলা থানার এস আই কবীর হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আগামী শুক্রবার উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ২পক্ষকে নিয়ে বসবেন।