কে. এম. সাখাওয়াত হোসেন : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বড় ধরণের বিচ্ছিন্ন ও অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার বিকাল ৪টার পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
স্থানীয় ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে পূর্বধলার ১০ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, হোগলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম আকন্দ (চশমা), ঘাগড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম মাজহারুল ইসলাম (ঘোড়া), জারিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম মন্ডল নান্টু (ঘোড়া), আগিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন চৌধুরী (চশমা), পূর্বধলা সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান বুলবুল (মোটর সাইকেল), বৈরাটী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনিছুজ্জামান তালুকদার (আনারস), বিশকাকুনী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আল আমিন (আনারস), খলিশাউড় ইউপিতে আ.লীগ প্রার্থী কমল সরকার (নৌকা), নারান্দিয়া ইউপিতে আ.লীগ প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ (নৌকা) এবং গোয়ালাকান্দা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (আনারস)।
উল্লেখ্য, পূর্বধলা উপজেলায় হোগলা, ঘাগড়া, জারিয়া, পূর্বধলা সদর, আগিয়া, বিশকাকুনী, খলিশাউড়, নারান্দিয়া, গোহালাকান্দা ও বৈরাটী এই ১০ ইউপিতে কেন্দ্রের সংখ্যা ৯৩টি। দুই লক্ষ ২৮ হাজার ২৯৭ জনের ভোটারের মধ্যে এক লক্ষ ১৬ হাজার ৬৩৭ জন পুরুষ ও এক লক্ষ ১১ হাজার ৬৬০ জন নারী ভোটার রয়েছেন।