কে. এম. সাখাওয়াত হোসেন : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার বিকাল ৪টার পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
খারনৈ ইউনিয়নের বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের কারণে এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান।
স্থানীয় ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে কলমাকান্দার ৭ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, রংছাতি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান পাঠান (আনারস), কলমাকান্দা সদর ইউপিতে আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বিশ্বাস (ঘোড়া), বড়খাপন ইউপিতে আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া), পোগলা ইউপিতে আ.লীগ প্রার্থী মো. মোজাম্মেল হক (নৌকা), কৈলাটী ইউপিতে আ.লীগ প্রার্থী মো. জয়নাল আবেদীন (নৌকা), লেংগুড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর রহমান ভুইয়া (আনারস), নাজিরপুর ইউপিতে আ.লীগ প্রার্থী মো. আব্দুল আলী (নৌকা)।
স্থগিত বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ভোট গ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার মনোনীত প্রার্থী এ বি এম সিদ্দিক মন্ডলসহ তার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেন। এসময় পোলিং এজেন্টসহ অনেককে মারধরও করেছে তারা। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কলমাকান্দা উপজেলায় নাজিরপুর, কলমাকান্দা সদর, পোগলা, বড়খাপন, লেংগুড়া, খারনৈই, কৈলাটি ও রংছাতি এই আটটি ইউপিতে ৮৬টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ সাত হাজার ১৫৩ জন। এদের মধ্যে পুরুষ এক লক্ষ ছয় হাজার ১৮৩ জন, এক লক্ষ ৯৬৪ জন নারী ও ছয়জন হিজরা ভোটার রয়েছেন।