বিশেষ প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের নির্বাচনে (ইউপি) আচরণবিধি লঙ্ঘন করে যেসব সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন তাদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে প্রার্থীদের প্রচারে অংশ নেওয়া থেকে সংসদ সদস্যদের বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে সংসদ সদস্যরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কাজ থেকে বিরত থাকবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শেষ হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ও ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ভোট রয়েছে।