শিমুল শাখাওয়াতঃ
পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনায় পরিবার পরিকল্পনা বিষয়ক ডিসট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের ফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এর উপস্থিতিতে এবংমনজুন নাহার লিড,এ্যাডভোকেসি & কমিউনিকেশন,মেরী স্টোপস বাংলাদেশ ,পুলক রাহা,সিইও,টীম এসোসিয়েট, তনুশ্রী মাঞ্জী,অফিসার এ্যাডভোক্যাসি এন্ড কমিউনিকেশন,ইসরাত জাহান,প্রোগ্রাম অফিসার,মেরী স্টোপস্ বাংলাদেশ এবং ১০সদস্য বিশিষ্ট গঠিত ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।এই গ্রুপে বিভিন্ন স্তরের সুশীল সমাজ প্রতিনিধি,গণমাধ্যম ব্যক্তি সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সকলের পরিচিত পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এই অনুষ্ঠানে প্রকল্পের বিষয়বস্তু, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা বিষয়ে ডিসট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সাথে আলোচনা হয়। প্রকল্পের আওতায় গঠিত জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সম্মানিত সদস্যদের সাথে প্রকল্পের সফল বাস্তবায়ন এবং নানামুখী কর্মকৌশল নিয়ে মতবিনিময় করা হয়। প্রকল্পের কার্যক্রম ,জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির ভুমিকা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রকল্পের কর্মকৌশল সম্পর্কে উপস্থিত অতিথিদের মাঝে তুলে ধরেন সিরাক-বাংলাদেশে এর নির্বাহী পরিচালক এস এম সৈকত, তিনি বলেন যে প্রকল্পটির সফল বাস্তবায়নে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার গুনগত মান উন্নয়নে স্থানীয় সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে এ্যাডভকেসি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটি সদস্যদের মধ্যে মারুফ হাসান খান অভ্র-বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সহকরী অধ্যাপক মোঃ নাজমুল কবীর-বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি,মো: হেলাল উদ্দিন শেখ (হেলাল)-প্যানেল মেয়র-২,বর্তমান ৯নং ওয়ার্ড পৌরসভার কমিশনার, প্রিয়াস- বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য,প্রভাষক মোঃ মাজহারুল হক পলাশ-প্রভাষক, আব্বাস ডিগ্রি কলেজ, নেত্রকোনা,মোঃ ইউসুফ আলী-জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি,জেবুন্নাহার বর্ণ,মোঃ কিবরিয়া চৌধুরী হেলিম-জেলা প্রতিনিধি- বাংলাভিশন, রুকিয়া আলম-সহকারি প্রধান শিক্ষক-মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সকল সম্মানিত সদস্য তাদের অভিমত ব্যক্ত করেন এবং সকলেই একযোগে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষে এ্যাডভোকেসি কার্যক্রম চলমান রাখবেন বলে মতামত প্রদান করেন।