কে. এম. সাখাওয়াত হোসেন : বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি, কর্ম ও নেতৃত্বের বহুমাত্রিক গুণাবলির মধ্যেই নিহিত রয়েছে আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সব উপাদান। তাই নতুন প্রজন্মকে তাঁর রেখে যাওয়া জীবনাদর্শকেই অনুসরণ করতে হবে।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি এ কথা বলেছেন। এরআগে তিনি ওই বিদ্যালয়ের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উদ্বোবন শেষে পুস্পস্তবক অর্পণ ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা আ.লীগের সভাপতি মো. মতিয়র রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ. শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গগণ।