কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার কলমাকান্দায় ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে বর্ণাট্য র্যালি শেষে কলমাকান্দা থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক ।
অন্যান্যদের মধ্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের অন্যায় অত্যাচার নিপাত করার লক্ষে প্রতি উপজেলাতেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষে বাংলাদেশ সরকার গ্রাম পুলিশদের রাজস্ব খাতে নেয়ার পরিকল্পনা করছেন। সমাজ থেকে অন্যায় অত্যাচার বন্ধে অনলাইন পুলিশিং কার্যক্রম চালু রয়েছে, ঘরে বসেই ৯৯৯ কল দিয়ে পুলিশের সেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ পুলিশের নানা ধরনের সেবা গুলো অব্যাহত রাখতে পুলিশের কাজে সার্বিক সহায়তা করতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।
এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,মসজিদের ইমাম, অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতা, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশ নেন।