বিশেষ প্রতিনিধি : “সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে সমবায় সমিতির প্রাক নিবন্ধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নেত্রকোনা জেলাধীন বিউটিশিয়ান মহিলা সমবায় সমিতির আয়োজনে শহরের নিউটাউন এলাকায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি সাদিয়া জেবিন নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. শরীফ।
বারহাট্টা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক পান্না আক্তারের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলাধীন বিউটিশিয়ান মহিলা সমবায় সমিতির সহ-সভাপতি তমা চৌধুরী, যুগ্ম-সম্পাদক সুলতানা কস্তুরী, কোষাধ্যক্ষ ইয়াসমিন খানম, পরিচালক সুলতানা রাজিয়া, নাজরানা ইসলাম, ফরিদা আক্তার পান্না, কাকলি আক্তার সহ সমিতির সদস্যবৃন্দ।