শাপলা আক্তারঃ তরুণ ও সেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক কৈশোর বান্ধব সেবার মান বৃদ্ধি করবে
”দশ থেকে উনিশে আমরা তোমার পাশে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আজ রবিবার ২৪ শে অক্টোবর বেলা সাড়ে ১২.০০ টায় সিরাক বাংলাদেশ সুখী জীবন প্রকল্পের আয়োজনে USAID এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র ্যালী আয়োজন করা হয়।
ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নির্ধারিত ২০ টি কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পালিত হচ্ছে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ।
কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের লক্ষ্য –
কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদানকৃত সেবাসমূহের প্রচার ও প্রসার।কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণে কিশোর-কিশোরীদের আগ্রহ বৃদ্ধি।
তরুণ ও সেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি।
উক্ত কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সপ্তাহে কুমারগাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার প্রতিমা বিশ্বাস বলেন কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করার মাধ্যমে কিশোর কিশোরীরা কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জানতে পারবে। আমাদের সমাজে কিশোর-কিশোরীরা কৈশোরকালীন সেবা সম্পর্কে সঠিক জ্ঞান না থকার কারণে অনেক সমস্যায় ভুগে এবং অনেক সময় জীবন ঝুঁকির সম্মুখীন হতে হয়। তাই কিশোর কিশোরীদের কৈশোরেকালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমারগাতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকারী শফিক মিয়া,ফার্মাসিস্ট মাহমুদা খাতুন, সিরাক বাংলাদেশ সুখীজীবন প্রকল্পের এ্যসোসিয়েট মোঃ শফিউল্লাহ লিমন, কিশোর -কিশোরী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।