সাইফুল আরিফ জুয়েল : দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত পৌরশহরের জগন্নাথ জিউর আখড়ার সামনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ গণঅনশন পালিত হয়। এসময় অসংখ্য মানুষ গণঅনশনে অংশ নেয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অমল সরকারের সভাপতিত্বে গণঅনশনে বক্ত্যব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, থানার ওসি মো. রাশেদুল হাসান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল, শিক্ষক বিপ্লব রায়, দুলাল ধর, বিকাশ চন্দ্র দাস. তাপস চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সবাইকে মিলেমিশে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তারা।