কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সোমবার (১৮ অক্টোবর) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ এবং বিশেষ মোনাজাত।
এছাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার, প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণের প্রস্তুতকৃত প্রেজেন্টেশন প্রদর্শন, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদ্যের ওপর সেমিনার প্রদর্শন করা হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ দিবসটিতে শিশু-কিশোরদের মাঝে বজ্রনিরোধক তাল গাছের ছারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. রাজিব হাসান,সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কৃষি অফিসার শাহজাহান কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বজলু রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।