কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বাগলা নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে তিন বছর বয়সী সোলেমান নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) উপজেলার নাজিরপুর ইউনিয়ন কয়রা গ্রামে নিজ বাড়ি পাশে বাগলা নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। শিশু সোলেমান ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে সোলেমান বাড়ির পাশে নদীর পাড়ে শিশুদের সাথে খেলা করছিল। ওই সময় সকলের অজান্তে কোনো এক ফাঁকে বাগলা নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় সোলেমান। অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি পরিবারের লোকজন। পরে ওইদিন সন্ধ্যায় ওই নদীর পানিতে ভাসতে দেখে মৃতের দাদা আব্দুর ছাত্তার। পরে তাকে পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক আফরোজা আক্তার সাবা বলেন, হাসপাতালে আনার আগেই মারা শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।