মো. সাকের খান, (মদন) নেত্রকোনা : নানা কর্মসূচির মধ্যে দিয়ে নেত্রকোনা মদনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবন পালিত হয়েছে। সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বুধবার ইউএনওর সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার প্রমূখ।
পরে মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন সড়কের পাশে তাল গাছের চারা রোপন করা হয়। দুপুরে মদন সরকারী কলেজের পাশে এ কর্মসূচির উদ্ভোধন করেন ইউএনও বুলবুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্নে সালমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ। উপজেলায় মোট ৮শত তাল গাছের চারা রোপন করা হবে।
পরে জাহাঙ্গীরপুর সরকারি টি আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ফারার সার্ভিসের কর্মীরা দূর্যোগ মোকাবেলার নানা কৌশলের প্রদর্শনী দেখায়।