শাপলা আক্তারঃ
পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি।এই প্রতিপাদ্য কে সামনে রেখে,আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়।
উক্ত বসতি দিবসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয় বলেন, একটি শহর বাসযোগ্য হওয়ার বহু নিয়ামক রয়েছে। সড়ক প্রশস্ত ও যানজটমুক্তকরণ, খাল-বিল দূষণমুক্তকরণ, উন্নত নিস্কাসন ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা ইত্যাদি সকল নিয়ামক নিয়ে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য আধুনিক নগরি।
শহরকে আরও বাসযোগ্য করতে বিল্ডিং কোড মানা, ড্রেনে আবর্জনা না ফেলা ইত্যাদি বিষয়ে মেয়র নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সম্মেলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনে নগরকে গড়ে তুলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ, ব্র্যাক ইউ.ডি.পি র রিজিওনাল অফিসার জনাব মুস্তাক আহমেদ,ফিল্ড কোঅডিনেটর আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।